বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। এই অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখেই ৎরঃরংয ঐরময ঈড়সসরংংরড়হ-এরআর্থিক সহায়তায়এবংঈঅজঊ ইধহমষধফবংয-এর কনসোর্টিয়াম পার্টনার হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ঈড়ৎফধরফ বাস্তবায়ন করছে“নবপল্লবপ্রকল্প”, যার লক্ষ্য জলবায়ু সহনশীল টেকসই জীবিকার মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।
এই প্রকল্পের অংশ হিসেবে ১২ নভেম্বর ২০২৫ তারিখে শ্যামনগর উপজেলায়“নবপল্লব প্রকল্প”-এর আওতায় নির্বাচিত অ্যাকুয়া কালচার (মাছচাষ) গ্রুপের সদস্যদের মাঝে ২০ কেজি জৈব সার ও ২৫ কেজি করে মাছের খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসে বাকর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। তিনি উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন। এই প্রকল্পের মাধ্যমে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৪টি ইউনিয়নের ৯০০ জন দরিদ্র পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হবে।
প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন,
“ঈড়ৎফধরফ-এর নবপল্লব প্রকল্পের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের মাছ চাষীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। জৈব সার ও মানসম্মত মাছের খাদ্য ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুকুরের পানির মান উন্নতহ বে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”
ঈড়ৎফধরফ-এর নবপল্লব প্রকল্পের কর্মকর্তা জাকারিয়া রায়হান বলেন,
“আমরা শুধু উপকরণ বিতরণ করছিনা, বরং মাছ চাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তাদেরকে টেকসই জীবিকার পথে এগিয়ে নিচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে টেকসই মাছচাষএকটি কার্যকর বিকল্প জীবিকার মাধ্যম হতে পারে।”
অনুষ্ঠানে নবপল্লব প্রকল্পের কর্মকর্তা, মাঠকর্মী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকার ভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের জীবিকায় নতুন গতি আনবে ও আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে।
ঈড়ৎফধরফ-এর নবপল্লব প্রকল্প বর্তমানে শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি, গবাদি পশু পালন, অ্যাকুয়াকালচার, নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা সহায়তা ও সামাজিক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটি উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
আশাশুনির প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার মারা গেছেন
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পুলিশের এআইজি শামীমার বাবার দাফন সম্পন্ন 