শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
প্রথম পাতা » মিডিয়া » শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
২২ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

---পরিতোষ কুমার বৈদ্য; শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেস ক্লাব শক্ত নেতৃত্বে অল্প দিনেই ঘুরে দাঁড়ায়। এরই অংশ হিসেবে উক্ত প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী সুন্দরবন ভ্রমণের আয়োজন করা হয়। ২২ জানুয়ারি শুরু হওয়া ভ্রমণ ২৪ তারিখ শনিবার মধ্য রাতেই শেষ হয়। এই ভ্রমণ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ এবং সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
ভ্রমণে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ সহ ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ভ্রমণকালে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রাণভাণ্ডার। সাংবাদিকদের এ ধরনের ভ্রমণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ  তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত বন্ধন দৃঢ় করতেই এই ভ্রমণের আয়োজন। পাশাপাশি সুন্দরবনের বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়। ভবিষ্যতেও সুন্দরবন প্রেস ক্লাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)