শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রযুক্তি » ১৬ এমপির ক্যামেরায় ফিরছে ধূলো ও পানিরোধী গ্যালাক্সি এ৭
১৬ এমপির ক্যামেরায় ফিরছে ধূলো ও পানিরোধী গ্যালাক্সি এ৭
এস ডব্লিউ নিউজ ॥
বাজার দখলের ‘মেকানিজম’ ঠিকঠাক থাকলে শীর্ষস্থান ধরে রাখাটা ব্যাপারই না। এটাই দেখিয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো। এবার এই সিরিজের আরেকটি ফোন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট প্রতিষ্ঠানটি, যার নাম ‘গ্যালাক্সি এ৭ (২০১৭)’।
এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হবে ক্যামেরা। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে এমনটাই দাবি করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে স্যাম মোবাইল বলছে, গ্যালাক্সি এ৭ (২০১৭) হ্যান্ডসেটে থাকতে পারে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে, যা পুরনো মডেলটির (৫.৫ ইঞ্চি) তুলনায় সামান্য বড়। এতে স্যামসাং এক্সিনস অক্টা কোর প্রসেসরের সঙ্গে থাকতে পারে ৩ জিবি র্যাম, ইন্টারনাল মেমোরি হতে পারে ৩২ জিবি।
আর এর মূল আকর্ষণ হবে ক্যামেরা। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের (এমপি) ক্যামেরায় দুর্দান্ত সেলফি তোলা যাবে। রিয়ার ক্যামেরাও হতে পারে ১৬ এমপির। আরেক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দাবি করছে, ধুলো ও জলে এই হ্যান্ডসেটের কোনও ক্ষতি হবে না। মেটাল বডির স্মার্টফোনটিতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। চমক থাকবে ডিভাইসটির ব্যাটারিতেও। দুর্নাম ঘুচাতে এতে জুড়ে দেয়া হতে পারে ৩৬০০ এমএএইচ-এর ব্যাটারি।
বাজারে জোর গুঞ্জন, আগামী ডিসেম্বরেই গ্যালাক্সি এ৭ (২০১৭) উন্মোচন করতে পারে স্যামসাং। স্মার্টফোনটির দামের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তথ্য ফাঁসকারীদের ভাষ্য, দামটাও আকাশছোঁয়া হবে না, মধ্যবিত্তদের নাগালের মধ্যেই থাকবে।