

শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রযুক্তি » দক্ষিণ কোরিয়ার ব্যস্ত রাস্তায় চলবে চালকবিহীন গাড়ি
দক্ষিণ কোরিয়ার ব্যস্ত রাস্তায় চলবে চালকবিহীন গাড়ি
এস ডব্লিউ নিউজ :
দক্ষিণ কোরিয়ার রাস্তায় শীঘ্রই নামছে চালকবিহীন গাড়ি। দেশটির রাজধানী সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেও সিয়াং-ও বলেছেন, তার গবেষণা দল একটি চালকবিহীন গাড়ি উদ্ভাবন করেছে যা খুব শীঘ্রই সিউলের ব্যস্ত রাস্তায় নিজে নিজেই চলাচল করতে সক্ষম।
সেও সিয়াং-ও-এর দল গাড়িটি অনেক দিন ধরেই ক্যাম্পাসের ভেতর চালিয়েছে। গত দুই বছরে গাড়িটি ১০ হাজার কিলোমিটারের বেশি পথ চলেছে। ক্যাম্পাসের বাইরে চলার অনুমতি না থাকায় এতোদিন গাড়িটি বাইরের রাস্তায় বেরতে পারেনি।
সম্প্রতি সিউলের ব্যস্ত রাস্তায় গাড়িটি চলার অনুমতি পেয়েছে। আগামী বছর নাগাদ গাড়িটি সিউলের রাস্তায় কোনো চালক ছাড়াই চলতে দেখা যাবে।
সূত্র : এপি