

সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে প্রতিদ্বন্দ্বী দলের অপর দুই প্রার্থী
মাগুরায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে প্রতিদ্বন্দ্বী দলের অপর দুই প্রার্থী
এস আলম তুহিন, মাগুরা :
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। তিনি ছাড়াও এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রানা আমীর ওসমান এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক নেতা ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি । জেলা আওয়ামীলীগ নেতৃদৃন্দসহ তৃণমূল নেতা কর্মীরা দলীয় চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন । একই সাথে দলের সিন্ধান্ত না মেনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় অন্য দুই প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা আওয়ামীলীগ নেতারা।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ নিয়ে এ প্রতিনিধির সাথে আলাপকালে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান বলেন, দলীয় প্রার্থী পঙ্কজ কুমার কু-ুকে বিজয়ী করতে জেলা আওয়ামীলীগসহ সকল স্তরের নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জেলা আওয়ামীলীগের বৈঠকে দলের সিন্ধান্ত না মানা দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রানা আমীর ওসমানকে দলীয় বৈঠকে মনোনয়ন প্রত্যাহারসহ নির্বাচন থেকে বিরত থাকার থাকতে অনুরোধ করা হয়। তিনি তা না মানায় আমরা সাংগঠিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে । অপর দিকে, শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ নেতা কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি বর্তমানে দলের কোন পদে না থাকলেও তাকেও দলের পক্ষ থেকে নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়।
এ বিষয়ে জলা আওয়ামীলীগের ত্রাণ ও দুুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রানা আমীর ওসমান বলেন, জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়ার বিষয়ে কেন্দ্রীয় কোন নির্দেশনা নেই। এ কারনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ হয়নি বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন , আমি আশাবাদী যে, এ নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ হলে আমি জয়ী হব । এ নির্বাচনে জয়ী হলে আমি মাগুরার সার্বিক উন্নয়ন তথা শিক্ষা ,স্বাস্থ্য , ক্রীড়া ,ধমীয় , রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নে সচেষ্ট হব । তিনি আরো আশা ব্যক্ত করেন , মাগুরায় মাদকের ভয়াবহা দূর করার চেষ্টা করবেন ।
অপর চেয়ারম্যান প্রার্থী কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটিও নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দলীয় চেয়ারম্যান পার্থী পঙ্কজ কুমার কু-ু জানান, মাগুরা আওয়ামলীগসহ সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করছে। নির্বাচনে জয় লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জেলা পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছেন। দলের অন্য দুই চেয়ারম্যান প্রার্থীকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিন্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে বিরত থাকাতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বার বার অনুরোধ করা হয়েছে। কিন্ত তারা তা না মানায় জেলা দলের বর্ধিত সভায় নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা বলেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কু-ু (ঘোড়া প্রতিক), জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রানা আমীর ওসমান( চশমা প্রতিক) এবং দলের অপর প্রার্থী শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ নেতা ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি( আনারস প্রতিক) নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন । এছাড়া নির্বাচনে ১৫টি সাধারণ সদস্য পদে ৩৯ জন পুরুষ সদস্য ও ৫টি সংরক্ষিত মহিলা সদস্যের পদে ১০জন প্রার্থী ১৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জেলা পরিষদ নির্বাচনে সদস্যদের মধ্য ইতিমধ্যে ৩ জন পুরুষ সদস্য ও ১ জন মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। তারা হচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে শ্রীপুর উপজেলার সুফিরয়ার রহমান বিশ্বাস, ১৩ নম্বর ওয়ার্ডে শালিখা উপজেলার আব্দুস সবুর, ৬ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার মীর আব্দুর রাজ্জাক এবং ৭ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে কামরুননাহার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী জানান, জেলার ৩৬ টি ইউনিয়ন, ৪টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলা পরিষদে মোট ভোটার সংখ্যা ৪৯৩ জন । ভোটাররা জেলার চার উপজেলায় ১৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।