শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় ঋন গ্রহিতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে সমিতি কর্তৃপক্ষ
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় ঋন গ্রহিতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে সমিতি কর্তৃপক্ষ
৬৫৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ায় ঋন গ্রহিতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে সমিতি কর্তৃপক্ষ

---
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় ঋন গ্রহিতা এক বিধবা মহিলাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে সমিতির কর্তৃপক্ষ।এ ঘটনায়
দায়েরকৃত প্রতারনা মামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ। ডুমুরিয়া বাজাস্থ সোনালী ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার রাজনগর এলাকার যুথিকা হালদার নামের এক বিধবা মহিলা তারস্বাক্ষরীত ফাকা চেকের পৃষ্টা রেখে ডুমুরিয়া বাজাস্থ সোনালী ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ থেকে বিশ হাজার টাকা ঋন গ্রহন করেন।যা গত ২০১৬ সালের ২৫ এপ্রিল তিনি সুদে আসলে ২৩ হাজার ৬‘শ টাকা পরিশোধ করেন।কিন্ত টাকা ফেরৎ কালে সমিতি কর্তৃপক্ষ তাকে চেকের পৃষ্টা পরে ফেরৎ দিবে বলে মহিলাকে বিদায় দেন।এর প্রায় ৮ মাস পরে ওই চেকে ১২ লক্ষ টাকা উল্লেখ করে আদালতে একটি মামলা করেন সমিতি কর্তৃপক্ষ।এ ঘটনার পর যুথিকা তার পরিশোধিত প্রমান পত্র উপস্থাপন সাপেক্ষে সমিতির সভাপতি শেখর চন্দ্র পাল,সহ-সভাপতি নির্মল কান্তি মল্লিক, পরিচালক তরুন কান্তি পালও আদায় কারি ফরহাদ মোড়লকে আসামী করে আদালতে একটি পাল্টা মামলা দায়ের করেন।আদালত বিষয়টি আমলে নিয়ে ওসি ডুমুরিয়াকে মামলাটি এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন।এ মামলার প্রধান আসামী নির্মল কান্তি মল্লিককে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।এদিকে বাদীকে চেক ফেরৎ না দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়াহচ্ছে বলে জানিয়েছেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)