সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই
![]()
….. ….বই উৎসবে এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ এমপি
মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা ॥
সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দেশ ও সমাজ উন্নয়নের মুলভিত্তি শিক্ষা, তাই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। মানব হৃদয়কে অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। তিনি আরও বলেন, শিক্ষা যেমন দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করে,তেমনি জাতিকে উন্নতির শিখরে পৌছে দিতে সহায়তা করে।
গতকাল সোমবার ১ জানুয়ারী বেলা ১ টায় উপজেলার পাটকেলঘাটার আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, প্রত্যকটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হবে।
বিদ্যালয়ের বিদ্যালয়ে সহকারী শিক্ষক উদয় কৃঞ্চ দাসের সঞ্চালনায় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই স্বাগত বক্তব্য রাখেন। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো: আতিয়ার রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল,এ্যাড, শেখ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক পুলক পাল, ব্যবসায়ী আব্দুল লতিফ, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,খলিশখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সমীর দাশ,কৃষক সমিতির সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক, শিক্ষার্থী সাগর ঘোষ প্রমুখ।
এর আগে সকাল ১০টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, এছাড়া পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, মেলেকবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় সহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।






মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র্যালি
মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত 