শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল
প্রথম পাতা » বিবিধ » খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল
৩০৫ বার পঠিত
শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

 এস ডব্লিউ;--- রাষ্ট্রায়ত্ত ২৫টি বন্ধ পাটকল চালু এবং খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ৫ পাঁচটি মিলের মজুরি স্কেল অনুযায়ী সব বকেয়া পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরে লাঠি মিছিল করেছেন পাটকল শ্রমিকরা।লাঠি মিছিলে দৌলতপুর-খালিশপুরের ৫টি জুটমিলের শ্রমিকসহ ৫টি পাটকল শ্রমিকদের মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী সব বকেয়া অবিলম্বে পরিশোধ, বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু, সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী দেশের সব বেসরকারি পাটকল শ্রমিকদের বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়ন করা এবং জাতীয় সম্পদ রক্ষার দাবি করেন তারা।

  শুক্রবার ২৬ নভেম্বর বিকেল ৩ টায় খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি এই লাঠি মিছিলের আয়োজন করে। খালিশপুর শিল্পাঞ্চলের দৌলতপুর জুটমিলের সামনে থেকে লাঠি মিছিলটি শুরু হয়ে পিপলস গোল চত্বরে শেষ হয়। মিছিল শেষে পিপলস গোল চত্বরে সমাবেশ করেন তারা। লাঠি মিছিলে খুলনার বন্ধ পাটকলের শত শত শ্রমিক, এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মিজানুর রহমান বলেন, ‘পাট ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিজেএমসির দুর্নীতিবাজ কর্মকর্তা ও কনসালট্যান্টদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের ফলাফলে বন্ধ হওয়া ২৫টি পাটকলের লোকসানের প্রধান কারণ। লোকসানের জন্য দুর্নীতিবাজদের বিচারও হয়নি, তারাও শাস্তি পায়নি। অথচ লোকসানের দায়ভার পড়েছে সাধারণ পাট শ্রমিকদের ওপর। একদিকে শাসকেরা লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করে রেখেছে অন্যদিকে পাটকল বন্ধের ১৭ মাস পূর্ণ হলেও শ্রমিকদের সম্পূর্ণ অর্থ পরিশোধ করেনি।’

তিনি আরও বলেন, ‘এমনকি নামের ভুলের কথা বলে সরকার হাজার হাজার শ্রমিকের বেতন আটকে রেখেছে। অথচ চাকরি থাকা অবস্থায় এসব শ্রমিকরা বছরের পর বছর তাদের পারিশ্রমিক পেয়ে এসেছেন। সরকার শ্রমিকের এ প্রাপ্য টাকা আত্মসাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। জীবন দিয়ে হলেও আমরা এ ষড়যন্ত্র সফল হতে দেব না।’

গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল বলেন, ‘বর্তমানে শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। অসংখ্য শ্রমিকদের সন্তান লেখাপড়া ছেড়ে দিয়েছে। সংসার চালাতে হিমশিম খেয়ে অনেকে অনৈতিক পেশায় যুক্ত হয়েছে।’তিনি আরও বলেন, ‘সরকার দেশি-বিদেশি গোষ্ঠীর কায়েমি স্বার্থে পাটকল ও পাটশিল্পকে ধ্বংস করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করার ব্যবস্থা করছে।’





আর্কাইভ