শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » বিবিধ » সাত মাস কারাভোগের পর ১৩ ভারতীয় জেলের মুক্তি
প্রথম পাতা » বিবিধ » সাত মাস কারাভোগের পর ১৩ ভারতীয় জেলের মুক্তি
২৫১ বার পঠিত
শনিবার ● ৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাত মাস কারাভোগের পর ১৩ ভারতীয় জেলের মুক্তি

---মোঃএরশাদ হোসেন রনি, মোংলা সাত মাস কারাভোগের পর বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ ভারতীয় জেলে। শনিবার (০৫ মার্চ) বাগেরহাট জেলা কারাগার থেকে তারা মুক্ত হন।

দুপুর দেড়টার দিকে তাদেরকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে দেশে পাঠানো হয়।

তারা হলেন সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৮), স্বর্ণ কুমার খরা (২২), সুবোধ জানা (৬৯), কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপন দাস (৫০), ইউনুস আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৮)। তারা ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বাসিন্দা।

বাংলাদেশে ঢুকে অবৈধভাবে মাছ শিকারের সময় গত ৭ আগস্ট কোস্টগার্ডের হাতে এসব জেলে আটক হন। পরে তাদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করে কোস্টগার্ড।

মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল শেখ বলেন, গত বছরের ৮ আগস্ট ভারতীয় ১৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পরদিন আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। সাত মাস কারাভোগের পর শনিবার তারা মুক্ত হন। পরে তাদের নিজ দেশে পাঠানো হয়। একই সঙ্গে তাদের মাছ ধরা এফবি ‘স্বর্ণতারা’ ট্রলারটি ফেরত দেওয়া হয়।





আর্কাইভ