শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কালিয়ায় সাত মৎস্যজীবীকে কারাদন্ড, কারেন্টজাল ও ইলিশ মাছ জব্দ
প্রথম পাতা » অপরাধ » কালিয়ায় সাত মৎস্যজীবীকে কারাদন্ড, কারেন্টজাল ও ইলিশ মাছ জব্দ
৪০৭ বার পঠিত
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালিয়ায় সাত মৎস্যজীবীকে কারাদন্ড, কারেন্টজাল ও ইলিশ মাছ জব্দ

---
ফরহাদ খান, নড়াইল।
নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে সাত জেলেকে  কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া ইউএনও নাজমুল হুদা সবাইকে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। এ সময় ১০ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়ার ইউএনওর নেতৃত্বে গত রোববার রাতে নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ মাছ শিকারের অপরাধে জাল ও মাছসহ সাত জেলেকে আটক করা হয়। জেলেরা হলেন-কালিয়ার মাধপপাশা গ্রামের রুবেল মোল্লা (২৪), নওয়াগ্রামের নিজাম শেখ (৪০), দেয়াডাঙ্গা গ্রামের ইরান মোল্লা (২২), সিঙ্গেরডাঙ্গা গ্রামের মুরাদ মুন্সি (৪২), বিষ্ণুপুর গ্রামের মুস্তাব বিশ্বাস (৫০), পারভোমবাগ গ্রামের তৈয়েবুর রহমান (৩০) ও পারবিষ্ণুপুর গ্রামের মহিদুল শেখ (৩৫)।





আর্কাইভ