শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনে বিএনপিতে সাজ্জাদ ও আ’লীগে মুক্তিকে চূড়ান্ত প্রার্থীর দাবি
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনে বিএনপিতে সাজ্জাদ ও আ’লীগে মুক্তিকে চূড়ান্ত প্রার্থীর দাবি
৬১৭ বার পঠিত
বুধবার ● ৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-১ আসনে বিএনপিতে সাজ্জাদ ও আ’লীগে মুক্তিকে চূড়ান্ত প্রার্থীর দাবি

---

ফরহাদ খান, নড়াইল।

চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার দিনক্ষণ যতই এগিয়ে আসছে, নড়াইল-১ আসনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কারণ, এ আসনে এখনো আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। দলের পক্ষ থেকে দু’জনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। গত ২৬ নভেম্বর দুপুরে প্রথমে নৌকার টিকিট লাভ করেন আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। পরেরদিন ২৭ নভেম্বর সকালে মনোনয়ন পায় মহাজোটের শরিক জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। এ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে দুই নেতাকে মনোনয়নের চিঠি দেয়ায় তাদের সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের পাশাপাশি নির্বাচনী এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নড়াইল-১ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি? এ প্রশ্ন দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের।

এ নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরণের লেখালেখি ও মন্তব্য ছোঁড়াছুড়ি চলছে। সর্বত্র চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনা। শরীফ নুরুল আম্বিয়ার প্রার্থিতা ঘোষণার পর কবিরুল হক মুক্তির পক্ষে হাজার হাজার কর্মী-সমর্থকেরা মাঠে নামেন। মুক্তিকে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবিতে ২৭ নভেম্বর থেকে অদ্যবধি দাবি আদায়ের সংগ্রামে রাতদিন মাঠে রয়েছেন তারা। এ ক্ষেত্রে কবিরুল হক মুক্তির পক্ষে কাজ করে যাচ্ছেন-কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান শামীম রহমান, কালিয়া পৌর মেয়র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুনার রশীদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমলাখি বিশ^াস, বাঐসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ ফোরকান মোল্যা, বাবরা-হাচলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, খাশিয়াল ইউপি চেয়ারম্যান রাসেল খান, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান জহুরুল হক, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা, কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাস আলী সরদার, বিছালী ইউপি চেয়ারম্যান এম আনিসুল ইসলাম, শেখহাটি ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, ভদ্রবিলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন, সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক হাদিউজ্জামান হাদি, কালিয়া যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম শেখ, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মাহবুবুব আলম, নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান জুলফিকার আলী, কালিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান, নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি আবুল হাসনাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে মহাজোটের প্রার্থী শরীফ নুরুল আম্বিয়ার পক্ষেও আওয়ামী লীগের একটি অংশ মাঠে নেমেছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহীদুল ইসলাম শাহী ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক দাবি করে বলেন, শরীফ নুরুল আম্বিয়ার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি (আম্বিয়া) চূড়ান্ত মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন ২২ সম্ভাব্যপ্রার্থী।

চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে কবিরুল হক মুক্তি বলেন, নড়াইল-১ আসনে বারবার গণবিচ্ছিন্ন মানুষ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারেননি তারা। জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। পরবর্তীতে নুরুল আম্বিয়াকে দেয়া হয়েছে। তবে তাকে (আম্বিয়া) দিয়ে এ আসন উত্তরণ করা সম্ভব হবে না। এ কারণে আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন। এর আগে নবম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে মহাজোটের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। এছাড়া কালিয়া পৌরসভার দুইবার মেয়র ছিলাম। দীর্ঘদিন জনপ্রতিনিধি থেকে এলাকায় একাধিক সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নসহ বিভিন্ন ধরণের কাজ করেছি। উন্নয়নের সেই ধারাবাহিকতায় ভোটারসহ সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন।

নুরুল আম্বিয়া বলেন, জোট থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। মহাজোটের নেতাকর্মীরা আমার সাথে আছেন।

এদিকে নড়াইল-১ আসনে যোগ্য ও উন্নয়নকামী ব্যক্তি হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মুখে বিএনপির সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেনের নাম বারবার উচ্চারিত হচ্ছে। দলের চূড়ান্তপ্রার্থী হিসেবে সাজ্জাদকে চায় তারা।

কালিয়া উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মিনা বলেন, সংসদ নির্বাচনে পাঁচবার ভোট দিয়েছি। কিন্তু যোগ্য ও সঠিক নেতৃত্বের দলীয় প্রার্থী পাইনি। এবার এস এম সাজ্জাদ হোসেনকে পেয়ে দলীয় নেতাকর্র্মীসহ সবাই একযোগে তার জন্য কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের প্রতি বিনীত নিবেদন তাকে (এস এম সাজ্জাদ) চূড়ান্ত মনোনয়ন দেয়া হোক। ১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত জেলা বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নড়াইল-১ আসনে অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে বিজয়ের সম্ভাবনা রয়েছে। ভোটের মাঠে আমরা তার জন্য কাজ করতে চাই। এছাড়া অনেক নেতাকমীসহ বিভিন্ন পেশার মানুষ এস এম সাজ্জাদ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি করেন। অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, আমি ৩০ বছর যাবত সেনাবাহিনীতে চাকুরি করে এসেছি। আমাদের এলাকাটি সত্যিই খুব অবহেলিত। তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি। জনসাধারণের মঙ্গলের কথা চিন্তা করে এবং এলাকার প্রতিটি সম্প্রদায়ের সাথে সম্পর্ক যেন আরো সুদৃঢ় হয়, জনগণের সেবা করতে পারি এজন্য আমি নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। দলীয় মনোনয়নটা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আমার কাজে থাকবে সততা এবং প্রতিটি সম্প্রদায়ের মধ্যে সুন্দর পরিবেশসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করণীয় তা করতে চাই। একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন, দলীয় হাইকমান্ড চূড়ান্তপ্রার্থীর নাম নির্ধারণ করে রেখেছেন; অচিরেই ঘোষণা হবে।

বিএনপির অপরপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে ১ ডিসেম্বর (শনিবার) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মাহবুব মুর্শেদ জাপলসহ কালিয়া ও নড়াগাতি থানা বিএনপির পাঁচ নেতা উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না। মনোনয়নের ব্যাপারে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দলে একাধিক প্রার্থী রাখা হয়েছে ‘বিকল্প’ হিসেবে। যাতে কোনো কারণে কেউ নির্বানে অংশগ্রহণ করতে না পারলে বিকল্পপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়। এ ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিজয়ী হবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এর আগে বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে এ আসনে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।

দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ জানান, আওয়ামী লীগ ও বিএনপির চূড়ান্তপ্রার্থীর ব্যাপারে এখন সবাই কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। এ পরিস্থিতির দ্রুতই সমাধান প্রত্যাশা করেন তারা।

জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা যায়, নড়াইল-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্যপ্রার্থী কবিরুল হক মুক্তি, মহাজোটের অপরপ্রার্থী শরীফ নুরুল আম্বিয়া, বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, মাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবদল নেতা এস কে এম সাজ্জাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এখানে তিনপ্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

 





রাজনীতি এর আরও খবর

আলোচিত শিশু আছিয়ার পরিবারকে গোয়ালঘরসহ গাভী-বাছুর হস্তান্তর করলো জামায়াতে ইসলামী আলোচিত শিশু আছিয়ার পরিবারকে গোয়ালঘরসহ গাভী-বাছুর হস্তান্তর করলো জামায়াতে ইসলামী
পাইকগাছায় নড়া নদীর বিরোধে বিএনপি নেতাদের নামে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় নড়া নদীর বিরোধে বিএনপি নেতাদের নামে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বিএনপি’র ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাইকগাছায় বিএনপি’র ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা পৌর বিএনপি’র সদস্য ফরম বিতরণ উদ্বোধন পাইকগাছা পৌর বিএনপি’র সদস্য ফরম বিতরণ উদ্বোধন
মাগুরায় নারী সংস্কার বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মাগুরায় নারী সংস্কার বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মাগুরায় ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ মিছিল মাগুরায় ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার  মাহফিল নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আর্কাইভ