রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো- এমপি প্রার্থী তাজুল ইসলাম
আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো- এমপি প্রার্থী তাজুল ইসলাম
নড়াইল প্রতিনিধি; নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ব্যাপক গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে আজ সকাল থেকে দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম-গঞ্জে গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সহসভাপতি মাওলানা আব্বাস আলী, সাধারণ সম্পাদক মুফতি নেওয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ মাহমুদ, লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ খান বেলালী, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী যুব আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস শুকুর, ইসলামী ছাত্র আন্দোলন লোহাগড়া উপজেলা সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজিদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, গণসংযোগকালে জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছি। আগামি সংসদ নির্বাচনে ভোটাররা সুষ্ঠু সুন্দর পরিবেশে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। উন্নয়নবঞ্চিত নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ সড়ক, সেতু, কৃষি ছাড়া নানামুখী উন্নয়ন কার্যক্রম আমরা করতে চাই।






অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি সংসদ সদস্য প্রার্থী বাপ্পী
আশাশুনিতে জিয়া সাইবার ফোর্সের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন
খুলনা- ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
মাগুরায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণ সংবর্ধনা
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
মনোনয়ন পেলেন মাগুরা-১ মনোয়ার হোসেন খান,মাগুরা-২ এ্যাড. নিতাই রায় চৌধুরী
লোহাগড়ায় সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা 