শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা
১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা

---মাগুরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মাগুরা সদর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন প্রশাসন এর আয়োজনে সাধারন মানুষকে সচেতন করতে শহর থেকে গ্রামাঞ্চলে  চলছে হ্যাঁ ভোটের  প্রচার প্রচারণা। ইতিমধ্যেই মাগুরা সদরের ১৩ ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে  প্রতিটি গ্রামে চলছে হ্যাঁ ভোটের প্রচার। এই প্রচারণায় অংশ নিয়েছেন  গ্রাম পুলিশ,গ্রাম্য নারী পুলিশ,দফাদারসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মচারী। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মানুষকে সচেতন করার জন্য  এ প্রচারনামূলক অভিযান চলছে।  এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো  দেশের সাধারণ মানুষকে হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানানো। হ্যাঁ ভোটে বলা হয়েছে এখন দেশের চাবি আপনার হাতে। আপনি হ্যাঁ  ভোট দিলে সবকিছু পাবেন আর না এর পক্ষে দিলে সব কিছু হারাবেন। তাই এবারের গণভোটে আপনার রায়ই দেশের ভবিষ্যত গড়তে অন্যতম সহায়ক।
হ্যাঁ ভোট হলে হ্যাঁ জয়যুক্ত হলে  কি কি সুবিধা তার জনগণকে প্রচারণায় অবহিত করা হচ্ছে। যেমন-প্রচারনায় বলা হচ্ছে,
আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে  সরকারি দল  ও বিরোধী দল একসাথে কাজ করবে, সরকারি দল ইচ্ছামত সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে  গণভোটের বিধান চালু হোক। প্রচার প্রচারনায় আরো বলা হচ্ছে, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেনা, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়াতে হবে এ সব বাক্য গুলো মাইকে বার বার বলা হচ্ছে।
মাগুরা সদরের  চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিমউদ্দিন বলেন,আমাদের গ্রামে ইতিমধ্যেই  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হ্যাঁ ভোটের প্রচার শুনেছি। এই প্রথম  সাধারণ জনমানুষের মাঝে হ্যাঁ ভোটের প্রচার  হচ্ছে  তা দেশের জন্য খুবই মঙ্গলজনক। আমি হ্যাঁ ভোটের পক্ষে তাই এবারের গণভোট ভাবছি হ্যাঁ ভোটের  পক্ষেই দেব।
মাগুরা নিজনান্দুয়ালী গ্রামের লিলি খাতুন বলেন,গণভোট  উপলক্ষে মাইকে  প্রচার প্রচারণা শুনেছি হ্যাঁ ভোটের পক্ষে একটি লিফলেট পেয়েছি। এটি পড়ে বুঝে ভোট দেব ।
সদরের নরসিংহহাটী গ্রামের কৃষক জামিল বলেন,আমাদের গ্রামে হ্যাঁ ভোটের প্রচার শুনেছি। এ ব্যাপারে একটি লিফলেট পেয়েছি। আশাকরি ঠিক সময়েই ভোট দিব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)