রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে আসছেন মাশরাফি ॥ ব্যতিক্রমী প্রচারণার ভোটযুদ্ধ
নড়াইলে আসছেন মাশরাফি ॥ ব্যতিক্রমী প্রচারণার ভোটযুদ্ধ

ফরহাদ খান, নড়াইল ।
কারো হাতে মাশরাফি বিন মর্তুজার প্রতিকৃতি, কারো হাতে ক্রিকেট ব্যাট, বল ও বাঘ, কারো হাতে ফুটবল, ভলিবল, জাতীয় পতাকা, বৈঠানৌকা, পালতোলা নৌকা, একতারা, মাটির কলস, দোয়েল পাখি, শাপলা, ঢোলসহ দেশিয় সংস্কৃতির নানা উপকরণ। এভাবেই নড়াইল-২ আসনে মাশরাফির পক্ষে চার কিলোমিটার সড়ক জুড়ে ব্যতিক্রমী প্রচারণায় নামেন মাশরাফি ভক্তরা।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ ধরণের প্রচারণার উদ্বোধন করা হয়। শহরের রূপগঞ্জের শিবশংকর বালিকা বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে মাশরাফির মহিষখোলার বাড়িতে গিয়ে শেষ হয়। প্রচারণায় বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া মাশরাফির বিভিন্ন ধরণের মন্তব্য সম্বলিত প্লাকার্ড ও ব্যানার ছিল ভক্তদের হাতে হাতে। এ সময় ভক্তরা মাশরাফিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান নড়াইল-২ আসনের ভোটারদের।
এদিকে ঢাকা থেকে শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নড়াইলে আসার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজার। তার পরিবার-পরিজনসহ নিকটাত্মীয়রা এ তথ্য জানিয়েছেন। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটের মাঠে এটাই মাশরাফির প্রথম পদার্পণ হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ শনিবার নড়াইলের লোহাগড়া চৌরাস্তা, এড়েন্দা, দত্তপাড়া, নাকসী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মাশরাফির পথসভা করার কথা রয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর (বৃস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা এবং নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর সঙ্গে কথা বলেন। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী এ জনসভায় হ্জাারো নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।






নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান
পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
মাগুরায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
নড়াইলে নাশকতার ৪ মামলায় সাবেক এমপি আ’লীগ নেতা মুক্তির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে- পাইকগাছা যুব সমাবেশে ড.আসাদুজ্জামান রিপন
মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে চেষ্টা করছে: গোলাম পরওয়ার 