রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » ‘আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোন ভাবেই আঘাত না পান’-মাশরাফি
‘আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোন ভাবেই আঘাত না পান’-মাশরাফি

ফরহাদ খান নড়াইল।
আমার প্রতিদ্বন্দ্বীরা শারীরিক ও মানসিক ভাবে যেন আঘাত না পান, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে নড়াইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের উদ্দেশ্যে এসব কথা বলেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় সভায় মাশরাফি আরো বলেন, নৌকা আমার প্রতীক; আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোন ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনায়ন দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় মাশরাফি আসন্ন সংসদ নির্বাচনে আইনজীবীদের সহযোগিতা চান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন, অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট শরীফ মাহবুবুল করিম প্রমুখ।






জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু
মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান
মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় স্বতন্ত্র ও গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
মাগুরায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
পাইকগাছায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ
মাগুরায় বিএনপি প্রার্থীর লিফরেট অপসারণ শুরু 