শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মুক্তিযোদ্ধার ১৮ হাজার টাকা পকেটমার; ১ ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করে দিল পুলিশ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মুক্তিযোদ্ধার ১৮ হাজার টাকা পকেটমার; ১ ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করে দিল পুলিশ
৪০৪ বার পঠিত
বুধবার ● ২৯ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মুক্তিযোদ্ধার ১৮ হাজার টাকা পকেটমার; ১ ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করে দিল পুলিশ

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার ১৮ হাজার পকেট মারের টাকা পুলিশের তৎপরতায় ১ ঘন্টার ব্যবধানে উদ্ধার হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর সদরের চৌরাস্তা মোড়ে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের সামনে ফলের দোকানের পাশ থেকে এ ঘটনা ঘটেছে। চাঁদখালী- ইউপির কমলাপুর গ্রামের অসুস্থ্য মুক্তিযোদ্ধা খয়বার গাজী বলেন, ঈদ উপলক্ষে চেকের মাধ্যমে সোনালী ব্যাক থেকে ১৮ হাজার ভাতার টাকা উত্তোলন করে পাঞ্জাবির পকেটে করে বাহিরে এসে চৌরাস্তা মোড়ে ফলের দোকানের সামনে দাড়ায়। এ সময় পকেট মাররা তাঁর পিটে বমি করে পাঞ্জাবির পকেট কেঁটে সব টাকা নিয়ে চম্পট দেয়। মুহুর্তেই খবর পেয়ে ওসি এমদাদুল হক শেখ টাকা হারিয়ে উন্মাদ প্রায় খয়বার গাজীকে থানায় আনেন। এ সময় স্থানীয়দের তথ্য মতে এসআই অখিল রায়,অনিশ মন্ডল দ্রুত তাঁড়া করে শিবসা ব্রীজের অপর প্রান্তে বাসাখালী-হরিখালীর চক এলাকায় ১৮ হাজার টাকা ফেলে দিয়ে ইমন নামে এক যুবক পালিয়ে যায়। টাকা উদ্ধারের পর ওসি ও সংশ্লিষ্টরা পুলিশ কর্মকর্তারা মুক্তিযোদ্ধা খয়বার ও তাঁর স্ত্রী হাসিনা বেগমের হাতে টাকা তুলে দিয়ে পুলিশ ভ্যনে করে মুক্তিযোদ্ধা দম্পত্তিকে বাড়ীতে পৌছে দেয়। ওসি এমদাদুল হক শেখ বলেন, এ ঘটনায় ইমনকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান। ইতিপূর্বে পাইকগাছা বাজার থেকে আরো দুই মহিলা ক্রেতার পকেটমারের ঘটনা ঘটেছে। আসন্ন ঈদ উপলক্ষে বাজারে প্রচন্ড ভীড়ের মধ্যে পকেটমার চক্রটি তৎপর রয়েছে। এ কারণে ব্যবসায়ী ও সচেতন মহল ঈদ উপলক্ষে পৌর বাজারে টহল পুলিশের ব্যবস্থা করতে থানা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 





আর্কাইভ