বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ » সুন্দরবনের মায়াবি চিত্রল হরিণ লোকালয়ে
সুন্দরবনের মায়াবি চিত্রল হরিণ লোকালয়ে
আটুলিয়া ইউনিয়েনের তালবাড়িয়া নামক স্থান থেকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলায় স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে সিপিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি ধরতে সক্ষম হন। এলাকাবাসী বলেন, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের খবর দেওয়া হয়। পরবর্তীতে বন প্রহরীরা এসে হরিণটি উদ্ধার করেন নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আবু সায়িদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। হরিণটির শরীরে কোন ক্ষত না থাকায় ও হৃদক্রিয়া স্বাভাবিক থাকায় মুন্সিগঞ্জের ওপারে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেই।
এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, মিজানুর রহমান, বারসিক এর কর্মকর্তা মননজ মন্ডল প্রমুখ। এর দু’দিন আগে আরো একটি হরিণ লোকালয়ে চলে এসেছিলো। সেটিও উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।






এস ডব্লিউ নিউজ: গহীন সুন্দরবন ছেড়ে লোকালয়ে আসছে মায়াবি চিত্রল হরিণ। দুদিনের ব্যবধানে দুটি হরিণ লোকালয়ে আসায় জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, জঙ্গল ছেড়ে মাঝে মাঝে বন্যপ্রাণি লোকালয়ে আসে। কিন্তু জঙ্গলের ভিতরে কোন সমস্যা সৃষ্টি হলে সাধারণত বন্যপ্রাণিদের এমন আচরণ দেখা যায়। হয় সেখানে খাদ্যের অভাব, অন্যথায় অন্যকিছু ঘটেছে। পরপর দুটি হরিণ চলে এসেছে লোকালয়ে। তবে করোনার কারণে এসব হরিণ লোকালয়ে আসছে কীনা তা কেউ বলতে পারেনি। স্থানীয়রা জানান, বুধবার (২২ এপ্রিল) ভোর পাঁচটার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসে একটি মায়াবি চিত্রা হরিণ।
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখির জন্য গাছে বাঁধা মাটির পাত্রে কাঠ বিড়ালিও বাসা বেধেছে
পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত 