শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » উপকূল » সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে
সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ২৯ মে শুক্রবার ভোর ৬টায় ৫২টি ডিম পেড়েছে। ৫২টি ডিম থেকে ১৪টি ডিম জুলিয়েটথর নিজের বাসায় রাখা হয়েছে। বাকী ডিম নির্দিষ্ট তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয়েছে। আশা করা হচ্ছে ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুঁটবে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান শুক্রবার ভোর ৬টায় কুমির জুলিয়েট ৫২টি ডিম পাড়ে। এর মধ্যে থেকে ১৪টি ডিম কুমির জুলিয়েটথর নিজের বাসায় রাখা হয়েছে। বাকী ৩৮টি ডিম নির্দিষ্ট তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয়েছে। বর্তমানে আলেকজান্ডার নামের একটি নতুন পুরুষ কুমির প্রজনন কেন্দ্রে আনা হয়েছে। কুমির গুলির মধ্যে সম্পর্ক ভালো লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি ভালো ফল পাওয়া যাবে এবং ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুটবে। আজাদ কবির আরো জানান ২০০০ সাল থেকে সরকারি ভাবে একমাত্র কুমির প্রজনন কেন্দ্র করমজলে শুরু হয়। ২০০৫ সালে কুমির রোমিও এবং জুলিয়েটথর মিলনে ডিম পাড়া ও কুমির ছানা উৎপাদন শুরু হয়। কুমির পিলপিল আসে ২০১০ সালে। বর্তমানে করমজল কুমির প্রজনন কেন্দ্রে ১৯৫টি কুমির আছে। বিাভিন্ন সময়ে সুন্দরবনে ৯৭টি কুমির অবমুক্ত করা হয়েছে। কিছু কুমির বিভিন্ন পার্ক ও চিড়িয়া খানায় নেয়া হয়েছে।