শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ঘের মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ঘের মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
৪২৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে ঘের মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে এক ঘের মালিকের বিরুদ্ধে প্রতিপক্ষের সম্মান হানির চেষ্টা ও নানাবিধ ষড়যন্ত্রের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঘের ব্যাবসায়ী খালিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কন্দর্পপুর পশ্চিম হাজরাতলা কুড় ও বানিয়ার পূর্বকুড় বিলের ঘের মালিক মনোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন বলেন, আমি বানিয়ার পূর্বকুড় বিলের ঘের করার ফলে প্রতিপক্ষরা ঐ ঘের করার জন্য আমাকে হেয় প্রতিপন্ন ও সম্মান হানি করতে কিছু সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি ঐ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, তার ঘেরের মধ্যে কোন কবর স্থান নেই। তার ঘেরের পাশে আরো কয়েকটি ঘের রয়েছে। বানিয়ার কুড় ঘেরটি দুই পক্ষের ডিড হওয়ার কারনে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় এমপি শাহিন চাকলাদারের নির্দেশে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোরের আরবপুর ইউপি ছেয়ারম্যান শাহারুল ইসলাম ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় সরেজমিনে তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করেন। ঐ ঘেরটিতে প্রতিপক্ষ জোর করে মাছ ছাড়ে। এবং মাছ ছাড়া বাবদ ৩০ হাজার টাকাও নেয়। এমপি’র প্রতিনিধিদের নির্দেশের ভিত্তিতে মাছ চাষ করে আসছেন। এবং হাজরাতলা কুড়ে ৪ বছর যাবত মাছ চাষ করে আসছেন। পশ্চিম হাজরাতলা কুড়ের উপরে জমির মালিকগণ ৩বছর মেয়াদে অন্যত্র ডিড করে দেয়। তারা ঘেরের পানি আটকে রাখে এবং  বৃষ্টি মৌসুমে নদীর পানি ঢুকিয়ে দেয়। আর যার দায় কুচক্রীরা আমার উপর দেয়। প্রকৃত পক্ষে ফসলের ক্ষতি সহ সকল সমস্যা  হাজরাতলা কুড়ের উপরে ঘের মালিক সোবান গাজী, তালেব গাজী ও কাদের গাজীরা করছে। খালিদ হোসেন তার বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে সংবাদ সম্মেলনের বক্তব্য পত্র পত্রিকায় প্রকাশের মাধ্যমে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ পূর্বক ষড়যন্ত্র কারিদের শাস্তি দাবি করেন। এবিষয়ে হাজরাতলা কুড়ের উপরে ঘের মালিক সোবান গাজী, তালেব গাজী ও কাদের গাজী বলেন তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনদিত সংবাদ সম্মেলন করেছে। যে বিষয়টি উত্থাপন করা হয়েছে সেটি সত্য নয়।





আর্কাইভ