শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » শার্শায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত
প্রথম পাতা » অপরাধ » শার্শায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত
২৮৮ বার পঠিত
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শার্শায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত

এস ডব্লিউ;---  যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) নামের দুই শিশু আহত হয়েছে। এদের মধ্যে ফাহাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ২০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।আহত ফাহাদ কাঠুরিয়া গ্রামের আসাদুল ইসলামের ফেলে ও শায়ন্তি একই গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

আহত শায়ন্তি জানায়, তারা দুজন বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিল। হঠাৎ বাজার করা একটি প্লাস্টিকের প্যাকেট দেখে সেটা খোলে। তারা প্যাকেটটির মধ্যে টেপ দিয়ে পেঁচানো বলের মতো দুটো কৌটা দেখে। ফাহাদ কৌটা দুটো বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার এবং ফাহাদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ