শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ১৪ মে ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিদ্যালয়ের নির্বাচনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষ নেওয়ায়;মিশ্র পতিক্রিয়া
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিদ্যালয়ের নির্বাচনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষ নেওয়ায়;মিশ্র পতিক্রিয়া
৪১৭ বার পঠিত
শনিবার ● ১৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিদ্যালয়ের নির্বাচনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষ নেওয়ায়;মিশ্র পতিক্রিয়া

পাইকগাছা প্রতিনিধি=  ---পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান স্থানীয় লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে সরাসরি পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি জোরেসরে মাঠে নেমে প্রতিদিন রাতে একই এলাকায় যাচ্ছেন। তার পক্ষ নেওয়ায় সাধারন মানুষসহ সুশিল সমাজ বিরূপ মন্তব্য করছেন। জানা গেছে, চলতি মাসের ১৮মে অত্র প্রতিষ্ঠানে অবিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ গ্রহণকারি ৩জন সতন্ত্র প্রার্থী সহ ৩টি প্যানেল যথাক্রমে বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশের একটি প্যানেলে, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোফাজ্জেল হোসনের একটি প্যানেল ও যুব সমাজের নামে একটি প্যানেল রয়েছে।তবে যুব সমাজ নামে ঐ প্যানেলের সভাপতি প্রার্থী কে তা তারা প্রকাশ করছে না। কিন্তু গত বুধবার (১১মে’২২) রাতে সরেজমিনে গেলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা অভিযোগ তোলেন, যুব সমাজের প্যানেলের নেতৃত্বে রয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। তারা আরো জানান, ঐদিন রাতে তিনি লস্কর সানা বাড়ি ক্লাব, চৌকিদার মোড়, পশ্চিম পাড়া সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে যুব সমাজ প্যানেলের লোকজন নিয়ে সময় অতিবাহিত করেন। এ সময় তাদের হাতে নির্বাচনী লিফলেট ও দেখা যায়। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রতিটি নির্বাচনের সময় তিনি বিশেষ কিছু লোকজনকে ব্যবহার করে থাকেন। তবে স্কুল কমিটির এ নির্বাচনে ও তাদেরকে তিনি সঙ্গে নিয়ে চলছেন বলে ও তারা অভিযোগ তোলেন। একাধিক অবিভাবক সদস্য এ প্রতিবেদক কে জানান, দু’একজন জনপ্রতিনিধি স্কুলের উন্নয়নের জন্য এখন নির্বাচনের সময় কথার ফুল ঝুড়ি ছড়াচ্ছেন। কিন্তু বিগত দিনে স্কুলের উন্নয়ন কর্মকান্ডে তাদের কি ভূমিকা ছিলো উল্লেখ করে উল্টো প্রশ্ন তোলেন।এসব অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান, আমার ব্যক্তিগত কোন প্যানেল নেই কিন্তু সব প্যানেলই আমার। তবে লস্করের কিছু মানুষ যেমন বিভুতি ভূষন সানা সহ অনেকে আমার ইউনিয়ন পরিষদে এসে দাবি করেছিলেন স্কুলের নির্বাচন কালীন সময়ে আমি যেন প্রতিনিয়ন খবরা-খবর রাখি। এরই ধারাবাহিকতায় আমি লস্করে যাই এবং বৃহস্পতিবার (১২মে’২২) ও যাবো বলে মন্তব্য করেন। এ ছাড়া নির্বাচন কালীন সময়ে বিশেষ কিছু লোকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার সাথে যারা সার্বক্ষণিক থাকে তারা আমার নির্বাচন কালীন কর্মী। সর্বোপরি, তিনি অত্র প্রতিষ্ঠানের শান্তিপূর্ন নির্বাচন প্রত্যাশা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)