শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির বালিয়াপুর এক বাড়ির সকলকে অজ্ঞান করে চুরি
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির বালিয়াপুর এক বাড়ির সকলকে অজ্ঞান করে চুরি
২৭৬ বার পঠিত
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির বালিয়াপুর এক বাড়ির সকলকে অজ্ঞান করে চুরি

---আশাশুনি  : আশাশুনির বালিয়াপুর চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর কেরামত আলি মোল্যার বাড়িতে। মৃত. আল. গহর আলি মোল্যার ছেলে কেরামত আলি ওই দিনগত রাত ১ টার দিকে ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার ছেলে আতাউর রহমান সবুজ বাইরে টিভিতে ক্রিকেট খেলা দেখে ২টার দিকে বাড়ি ফিরে অন্য কক্ষে ঘুমিয়ে যায়। ধারনা করা হচ্ছে এরপর যেকোন সময় চোরেরা বাড়ীর পিছনে দিক দিয়ে ছাদে উঠে। সিড়ি ঘরের তালা বাইরে থেকে কৌশলে খুলে নিচে গিয়ে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। সবাই অচেতন হয়ে পড়লে বাড়ির মালিকের কোমরে থাকা চাবি নিয়ে ড্রয়ার খুলে নগদ ১৬ হাজার ৪০০ টাকা এবং স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন (ওজন অনুমান দেড় ভরি) খুলে নিয়ে আবারও ছাদ দিয়ে বাইরে নেমে চলে যায়। পরদিন সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে কিছুটা চেতনা ফিরলে কেরামত আলী উঠতে গেলে পড়ে যান। ছেলে জেগে উঠলে চুরির বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় চিকিৎসক ডেকে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেরামত আলীর চেতনা সামান্য ফিরলেও তার স্ত্রী এখনো ভাল হননি। তবে পুত্রের অবস্থা স্বাভাবিক হয়েছে। আশাশুনি থানার এসআই ও বিট অফিসার এমরান হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। বাড়ির মালিক স্বাভাবিক হলে মামলা দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে একের পর এক বাড়ির মালিকদেরকে অচেতন করে চুরির ঘটনা উদঘাটনে এলাকাবাসি প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহনের আহবান জানান।





আর্কাইভ