শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৭৯ বার পঠিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশাশুনি  : আশাশুনি সদর বাজার বণিক সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ধুম ধামের সাথে পালিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি বাজার চাঁন্নি চত্বরে বাজার বণিক সমিতির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সন্ধ্যায় আলোচনা সভা, সকল বীর শহীদ ও মরহুম ব্যবসায়ীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান ও আশাশুনি ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপনের মহড়া--- অনুষ্ঠিত হয়। বনিক মমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের সাথে জড়িতদের কোনক্রমে ছাড় দেওয়া হবে না, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। প্রতি রাতে কমপক্ষে একটি ঔষধের দোকান জনস্বার্থে অসুস্থ রোগীদের জীবন রক্ষায় খোলা রাখতে হবে। সন্ধ্যার মধ্যে ক্রামবোর্ড ও লুডু খেলা বন্ধ রাখতে হবে। এর ব্যপ্তায় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাজারের ব্যবসায়ীদেরকে ক্রেতার কাছে ন্যায্য মূল্যে মালামাল বিক্রয় করতে হবে। বাজারের মধ্যে রাস্তার উপর যত্রতত্র ভ্যান বা অন্য কোন যানবহর রেখে জ্যামের সৃষ্টি করা যাবে না। নির্দিষ্ট ও নিরাপদ স্থানে ভ্যান বা অন্যান্য যানবহন রাখতে হবে। সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোড়ল, বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াহিয়া ইকবাল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, পাউবো মসজিদ কমিটির সভাপতি, বিল্লাল হোসাইন মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি এম সাহেব আলী, ডেন্টিষ্ট কামরুজ্জামান, স্বপন বিশ্বাস, রুহুল আমিন, রেজাউল করিম, রবিউল ইসলাম নবু সহ সমিতির নেতৃবৃন্দ। আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)