মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের আলোচনা সভা
পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগ মঙ্গলবার দুপুরে ১২টায় উপজেলা সদরস্থ মুজিব কর্ণারে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও জেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সোহরাব আলী সানা। উপজেলা সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, নির্মল মজুমদার, ইউপি চেয়ারম্যান ও দেলুটি ইউপির সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল, নির্মল ঢালী, বিভূতি ভূষণ সানা, জিএম ইকরামুল ইসলাম, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, সামছুর রহমান, বিনয়, আজিজুল, পার্থ, ফাইমিন, রনি। অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ২০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। আরো বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পিআইও ইমরুল কায়েস, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজীবুল হাসান, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আশুতোষ মন্ডল, সেলিনা আক্তার ও জয়দেব রায় , বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ।