

মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে কৃষকলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
আশাশুনিতে কৃষকলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
আশাশুনি : আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশাশুনি উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা এসএম হোসেনুজ্জামান হোসেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলী, শেখা পারভীন, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, গ্রাম ডাক্তার নেতা রফিক আহমেদ, কামরুজ্জামান, তরুণলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, আ’লীগ নেতা মোহন, জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান তাজ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।