

মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃখুলনার কয়রায় “১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন” দিবসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
১০ জানুয়ারী, মঙ্গলবার সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী’র সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি.এম মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এম, শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, জিএম কবি শামসুর রহমান, গাজী আজিজুল হক, খগেন্দ্র নাথ মণ্ডল, মাষ্টার কপিল উদ্দীন, জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান এস.এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, আঃ সামাদ গাজী, আছের আলী মোড়ল, জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, এ্যাডঃ মোশারফ হোসেন, আঃ ছাত্তার, হারুন অররশিদ, জিয়াদ আলী, এস এম খায়রুল আলম, দেবদাস রায়, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, জহুরুল হক বাচ্চু ইমদাদুল হক টিটু, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের উপজেলা ও উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং শেখ হেলাল উদ্দিন এমপির নির্দেশনায় খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি.এম মাহবুবুল আলম দলীয় নেতাকর্মীসহ শীতার্থ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।