মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » স্কুল পরিদর্শনকালে- ভবির্ষ্যতে বড় কিছু অর্জন ও ভালো মানুষ হতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই- ইউএনও মমতাজ
স্কুল পরিদর্শনকালে- ভবির্ষ্যতে বড় কিছু অর্জন ও ভালো মানুষ হতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই- ইউএনও মমতাজ
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেছেন, ভবির্ষ্যতে বড় কিছু অর্জন ও ভালো মানুষ হতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহি লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। হাঁসি-আনন্দে খোলামেলা ভাবে জীবনের গল্প শুনিয়ে তিনি শিক্ষার্থীদের মন জয় করেন। ইউএনও মমতাজ বেগম স্কুল শিক্ষার্থীদের মা-বাবা,মুরব্বি ও শিক্ষকের আদেশ-নির্দেশ মেনে চলার কথা বলেন। তিনি শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি পত্র-পত্রিকা চর্চা করে বাড়তি জ্ঞান অর্জনের পরামর্শ দেন। স্কুল পরিদর্শনকালে ইউএনও মমতাজ বেগমকে বিদ্যালয় কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রধান শিক্ষক জাহানারা খাতুন, সহকারী শিক্ষক সুধারানী মন্ডল,ছায়া খাতুন,সালেহা রহমান,হাসনা হেনা,অচিন্ত কুমার ঢালী ও মোঃ আফজাল হোসেন।