শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

SW News24
শুক্রবার ● ১৯ মে ২০২৩
প্রথম পাতা » মিডিয়া » কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শেখ রাশেদুল ইসলাম
প্রথম পাতা » মিডিয়া » কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শেখ রাশেদুল ইসলাম
২০৫ বার পঠিত
শুক্রবার ● ১৯ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শেখ রাশেদুল ইসলাম

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ ---কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাংসদ শেখ নুরুল হকের ছেলে আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম। 


১৮ মে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তিনি এ কথা জানান।
শেখ রাশেদুল ইসলাম খুলনা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তাঁর বাবা শেখ নুরুল হক খুলনা-৬ আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২০ সালে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

শেখ রাশেদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার প্রচারণা অব্যাহত রাখা এবং কয়রা- পাইকগাছার সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশ গ্রহণ করে আসছেন। এ ছাড়া নানা দুর্যোগে উপকূলীয় উপজেলা কয়রার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘এই আসন থেকে আমার বাবা দু-দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই জনপদের দৃশ্যমান উন্নয়নের অধিকাংশ তাঁর সময়কার। আওয়ামী লীগের প্রবীণ নেতারাও আমার বাবার সঙ্গে একত্রে রাজনীতি করেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। এখন গাছের মাথায় সাইনবোর্ড-ব্যানার-ফেস্টুন লাগিয়ে অনেকে নেতৃত্বের জানান দিচ্ছেন। প্রবীণ ত্যাগী নেতা–কর্মীদের অনুরোধ ও অনুপ্রেরণায় আমি দলের কাছে মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রাশেদুল ইসলাম বলেন, দল তাঁকে মনোনয়ন দিলে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়ার পাশাপাশি অতীতের সব রেকর্ড ভেঙে নৌকাকে বিজয়ী করতে পারবেন। সেই সঙ্গে সংসদে গিয়ে কয়রা ও পাইকগাছা উপজেলার সামগ্রিক উন্নয়নে কথা বলবেন এবং তাঁর পিতার অসামপ্ত কাজ সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মাধ্যমে সাধারন মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়ীত হবেন বলেও জানান তিনি।

সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সানা মোস্তফা রফিকুল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার পাড়, আলহাজ্ব গাজী আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, মৃণাল কান্তি ঘোষ ( বাবু ঘোষ), পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য প্রণব কান্তি মণ্ডল, মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম হোসেন, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সরদার শফিকুল ইসলাম, কয়রা উপজেলা যুবলীগের সহ-সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান, ওলিউর রহমান খোকা, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদার, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাইমিন সরদার সহ কয়রা, পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।





মিডিয়া এর আরও খবর

মাগুরায় জামায়াতে ইসলামী সাংবাদিকদের সাথে মতবিনিময় মাগুরায় জামায়াতে ইসলামী সাংবাদিকদের সাথে মতবিনিময়
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
খুলনা পিআইডি’র দায়িত্বভার গ্রহণ করলেন ম. জাভেদ ইকবাল খুলনা পিআইডি’র দায়িত্বভার গ্রহণ করলেন ম. জাভেদ ইকবাল
কয়রায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময় কয়রায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময়
খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবেলায় চ্যালেঞ্জ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবেলায় চ্যালেঞ্জ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার
কয়রায় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন কয়রায় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের অফিস উদ্বোধন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের অফিস উদ্বোধন
সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক
প্রথমবারের মতো ঈদে সংবাদপত্রে ৬ দিনের ছুটি প্রথমবারের মতো ঈদে সংবাদপত্রে ৬ দিনের ছুটি
খুলনার অসচ্ছল ২৫ সাংবাদিক চিকিৎসা সহায়তায় পেলেন ১৪ লাখ টাকা খুলনার অসচ্ছল ২৫ সাংবাদিক চিকিৎসা সহায়তায় পেলেন ১৪ লাখ টাকা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)