রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সামাজিক কোন্দলে নিঃস্ব একটি পরিবার, কেউ খোঁজ রাখেনি অসহায় নাসরিনের
সামাজিক কোন্দলে নিঃস্ব একটি পরিবার, কেউ খোঁজ রাখেনি অসহায় নাসরিনের

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সামাজিক কোন্দলে ক্ষতিগ্রস্থ নাসরিন নাহার ও তার পরিবার চরম অসহায়ত্বের মধ্যে দিনযাপন করছে। পরিবারের অভিযোগ গত ১৫ জুন রবিবার সকালে উপজেলার আমতৈল গ্রামের দু’পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের দেওয়া আগুনে তার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঐ দিন প্রতিপক্ষের লোকজন আরো অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর-লুটপাট চালায়। এখন মাথা গোজার ঠাই হারিয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। সহায় সম্বল হারিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিশেহারা হয়ে পড়েছে ৪ সদস্যের পরিবারটি। এখন পর্যন্ত কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। এ ঘটনায় ১৬ জুন সোমবার ইখলাস শেখের স্ত্রী নাসরিন নাহার বাদী হয়ে শ্রীপুর থানায় ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার নং ১২৪/২৫।
জানা গেছে , ইখলাস শেখের বসবাসের জন্য মাত্র দুইটি ঘর। এক ঘরে কলেজ পড়ুয়া মেয়ে এবং অন্য ঘরে তার স্বামী-স্ত্রী বসবাস করতো। গত ১৪ জুন শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন একটি বসতঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরের দিন সকালে প্রতিপক্ষের লোকজন আবারো অপর ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা। ইখলাস শেখের মাঠে কোন জমিজমা নেই। ভাড়ায় ব্যাটারি চালিত অটোবাইক চালিয়ে কোন মতে সংসার চলতো। বর্তমানে এ উপার্জনও বন্ধ হয়ে গেছে। সব কিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।
এ বিষয়ে ইখলাস শেখের স্ত্রী নাসরিন নাহার জানান, আমার সব শেষ হয়ে গেছে। রান্নার চুলা জ্বলছে না। দু’বেলা দু’মুঠো খেয়ে বাঁচবো তার ও উপায় নেই। ভাঙচুর হওয়া ঘরে গাদাগাদি করে কোন মতে রাত কাটছে। ঘরের বেড়া না থাকায় কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ঘর ঠিক করবো সে সামর্থ্য নেই। অনেকে এসেছে, দেখে গেছে কিন্তু কোন সহায়তা করেনি। এ জীবনে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো।






নড়াইলে গ্রাম আদালত শক্তিশালীকরণে গুরুত্বারোপ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে চেক বিতরণ
নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
আশাশুনির প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার মারা গেছেন
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা 