শুক্রবার ● ২৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে মৎস্যচাষীদের পরামর্শ ও পানির গুণাগুণ পরীক্ষা
আশাশুনিতে মৎস্যচাষীদের পরামর্শ ও পানির গুণাগুণ পরীক্ষা
আশাশুনি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ’২৩ উপলক্ষে মৎস্য চাষীদের বিভিন্ন পরামর্শ, সেবা ও পুকুল-জলাশয়ের পানির গুণাগুণ পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বুধহাটা ইউনিয়নে জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে গৃহীত কার্যক্রম পরিাচলনা করা হয়। কার্যক্রমের মধ্যে ছিল উপজেরার গুরুত্বপূর্ণ এলাকার মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।