শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচি
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহবানে খুলনার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট শনিবার দুুপুরে পৌরসভার কেন্দ্রীয় পূজা মন্দির ( সরল কালী বাড়ী)তে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটি’র নেতৃবৃন্দের কাছে এসব বৃক্ষ চারা তুলে দেন উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীরন সাধু ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীঃ ঐক্য পরিষদসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের মধ্যে সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, এ্যাডঃ অজিত কুমার মন্ডল, আলোক মজুমদার, রবীন্দ্রনাথ রায়, প্রানকৃষ্ণ দাশ, কাউন্সিলর রবি শংকর, মুরারী মোহন সরকার, বাবু রাম মন্ডল, সন্তোষ কুমার সরকার, কৃষ্ণপদ মন্ডল, বিজন বিহারী সরকার, সুনিল মন্ডল, হেমেশ মন্ডল, প্রজিৎ কুমার রায়, শংকর দেবনাথ, দীপক মন্ডল, স্নেহেন্দু বিকাশ, বি,সরকার,প্রকাশ ঘোষ বিধান, কালীপদ বিশ্বাস, কালীপদ মন্ডল, বিজন রায়, দুলাল চন্দ্র বিশ্বাস,স্বপন কুমার সাহা, মৃত্যুঞ্জয় সরদার, লতা ভারঃ ইউপি চেয়ারম্যান পুলকেশ রায়, পিযুষ কুমার সাধুসহ অনেকে।