মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল ;
নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উপ-মহাপরিচালক (খুলনা রেঞ্জ) শাহ আহমদ ফজলে রাব্বী।
বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার সেনসহ অনেকে। এছাড়া স্বাগত বক্তব্য দেন-আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।
জেলা সমাবেশ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাসহ সবদিকে আমাদের সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক পদমর্যাদা বাড়িয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। দ্রুতই ভিডিপি সদস্যদের বেতন বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, বাল্য বিয়ে ও নারী নির্যাতনরোধ, বিভিন্ন দুর্যোগ, শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের কল্যাণে অবদান রাখবেন তারা।






পইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত
পাইকগাছায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান
মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন
নড়াইলে সুধীজন, সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নড়াইলে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারের দায়িত্ব গ্রহণ
পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন; সভাপতি অশোক সম্পাদক ইকবাল
কমরেড গোলজার না ফেরার দেশে 