শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ২০ ফুট রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » বিবিধ » গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ২০ ফুট রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
১০১ বার পঠিত
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ২০ ফুট রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

  গাজীপুরের বনখড়িয়া এলাকার ছিলাই বিলের পাশে দুর্বৃত্তরা রেললাইনের ২০ ফুট কেটে উপড়ে ফেলে দেওয়ায় ইঞ্জিনসহ লাইনচ্যুত হয়েছে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’র ৭টি বগি।

ভয়াবহ এই দুর্ঘটনায় আসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ---আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনের অন্তত ২০ ফুট কেটে উপড়ে ফেলে দিয়েছে। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

বুধবার ভোর ৪টা ১০ মিনিটে এ দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।

নিহত আসলাম (৪২) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা সাইটা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া এলাকার ছিলাই বিলের পাশে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৭টি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ বনখড়িয়া এলাকায় লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুর্ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, দুর্বৃত্তরা রেললাইন উপড়ে ফেলে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)