শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে পাইকগাছার দুই নারী হজ্বযাত্রী নিহত
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে পাইকগাছার দুই নারী হজ্বযাত্রী নিহত
৮৭ বার পঠিত
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে পাইকগাছার দুই নারী হজ্বযাত্রী নিহত

---  সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ্ব যাত্রী নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। তারা দুজনই ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ওমরা হজ্ব করতে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মিজানুর রহমান, রেশমা খাতুন, আছিয়া খাতুন, হুমায়ুন কবির ও ফজিলা খাতুন ইজিবাইকে করে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা থেকে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তাদের বহনকারী ইজিবাইকটি নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন।  গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে আছিয়া খাতুন মারা যান। ঘাতক পিকআপটি জব্দ  করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





আর্কাইভ