বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জাতীয় » বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন
বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন। ৩ এপ্রিল বুধবার সকালে এই এলাকা পরিদর্শনে আসেন তিনি। এ সময় শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। পরে সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।এ সময় বিজিবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং অসহায় স্থানীয় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
বেনাপোল সীমান্ত পরিদর্শনকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবি মহাপরিচালককে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে বিজিবি মহাপরিচালক বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন কাষ্টমস এলাকা ও পুটখালি সীমান্তের চরের মাঠ পরিদর্শন করেন। এ সময় বিজিবি প্রধানের সফরসঙ্গী ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন (ব্যুরো চিফ, বিএসবি), ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং), ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, লে. কর্নেল জামিল আহম্মেদ, লে. কর্নেল খুরশীদ আনোয়ারসহ বিজিবি‘র উধর্তন কর্মকর্তারা।
এদিকে বিজিবি মহাপরিচালকের আগমন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে সময় সংক্ষিপ্ততার কারণে সীমান্তের কোনো বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি তিনি। বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে বেনাপোল সীমান্ত ছেড়ে যান।






সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচীতে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
খুলনায় তিনটি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে -স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা
ভবদহ জলাবদ্ধতা সমাধানের যে উপায়টি বৃহৎ জনগোষ্ঠীর জন্য কল্যাণকর আমরা সেপথেই হাঁটবো - উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 