রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
মাগুরা প্রতিনিধি: জীবনের ভাগ্য বদলাতে বিদেশ গমন করে সাফল্য অর্জন করতে পারেননি সিদ্দিক মুন্সী। অবশেষে নিজ দেশে ফিরে নিজের জমিতে বারোমাসি সবজি চাষ করে ভাগ্য বদল করেছেন তিনি।
সিদ্দিকের বাড়ি মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে। প্রবাসে গিয়ে পরিশ্রম, ধৈর্য আর অধ্যবসায়ে কিছুটা সাফল্য পেলেও মনের তৃপ্তি মেলেনি। অবশেষে ফিরে এসেছেন নিজ গ্রামে নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্যমে।
সিদ্দিক জানান, প্রথমে নিজ গ্রামে এসে জমি নির্বাচন করি সবজি চাষের জন্য। জমি প্রস্তুত করে সেচ দিয়ে লাউ, বেগুন, শসা, ঢেঁড়সসহ নানা মৌসুমি ফসল রোপন করি । আধুনিক চাষ পদ্ধতি অবলম্বন করে আমার আমার ক্ষেতের সকল সবজির তদারকি শুরু করি। সবজি চারা গাছ বড় হলে এদের পরিচর্যা বাড়ায়। নিয়মিত বীজ সারের পাশাপাশি সেচ দিই। কিছুদিনের মধ্যেই প্রতিটি সবজির গাছে ফুল আসতে শুরু করে। এরপর ফল আসা শুরু করতেই পোকামাকড় দমন করতে আমি গাছে স্প্রে প্রদান করি। ৩-৪ আর মাসের মধ্যেই আমার ক্ষেতের সকল সবজি পরিপক্ক হতে শুরু করে।
তিনি বলেন, “দেশে যদি পরিকল্পনা নিয়ে চাষ করা যায়, তবে কৃষিই হতে পারে সবচেয়ে বড় আয়ের উৎস।”আমার ইচ্ছে আরো জমি লিজ নিয়ে চাষ সম্প্রসারণ করা এবং তরুণদের কৃষিকাজে উৎসাহিত করা। কৃষিকাজে জেলার কৃষি বিভাগের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।






পাইকগাছায় কৃষকের সোনালি স্বপ্ন ক্ষেতের ধান পোকায় কুরে কুরে খাচ্ছে
মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কর্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শীতকালীন আগাম সবজি চাষে লাখপতি সুশেন বালা
পাইকগাছায় আমনের ক্ষেতে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 