রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
মাগুরা প্রতিনিধি: জীবনের ভাগ্য বদলাতে বিদেশ গমন করে সাফল্য অর্জন করতে পারেননি সিদ্দিক মুন্সী। অবশেষে নিজ দেশে ফিরে নিজের জমিতে বারোমাসি সবজি চাষ করে ভাগ্য বদল করেছেন তিনি।
সিদ্দিকের বাড়ি মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে। প্রবাসে গিয়ে পরিশ্রম, ধৈর্য আর অধ্যবসায়ে কিছুটা সাফল্য পেলেও মনের তৃপ্তি মেলেনি। অবশেষে ফিরে এসেছেন নিজ গ্রামে নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্যমে।
সিদ্দিক জানান, প্রথমে নিজ গ্রামে এসে জমি নির্বাচন করি সবজি চাষের জন্য। জমি প্রস্তুত করে সেচ দিয়ে লাউ, বেগুন, শসা, ঢেঁড়সসহ নানা মৌসুমি ফসল রোপন করি । আধুনিক চাষ পদ্ধতি অবলম্বন করে আমার আমার ক্ষেতের সকল সবজির তদারকি শুরু করি। সবজি চারা গাছ বড় হলে এদের পরিচর্যা বাড়ায়। নিয়মিত বীজ সারের পাশাপাশি সেচ দিই। কিছুদিনের মধ্যেই প্রতিটি সবজির গাছে ফুল আসতে শুরু করে। এরপর ফল আসা শুরু করতেই পোকামাকড় দমন করতে আমি গাছে স্প্রে প্রদান করি। ৩-৪ আর মাসের মধ্যেই আমার ক্ষেতের সকল সবজি পরিপক্ক হতে শুরু করে।
তিনি বলেন, “দেশে যদি পরিকল্পনা নিয়ে চাষ করা যায়, তবে কৃষিই হতে পারে সবচেয়ে বড় আয়ের উৎস।”আমার ইচ্ছে আরো জমি লিজ নিয়ে চাষ সম্প্রসারণ করা এবং তরুণদের কৃষিকাজে উৎসাহিত করা। কৃষিকাজে জেলার কৃষি বিভাগের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।






পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ 