রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » সাহিত্য » ফেসবুক প্রেম
ফেসবুক প্রেম

মোঃ আব্দুল আজিজ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
অতি সহজ ব্যবস্থা,
বিরামহীনভাবে দিচ্ছে সেবা
জয় করেছে কোটি মানুষের আস্থা।
কিনছে সবাই সহজলভ্য স্মার্ট ফোন
কিছু লোকে করছে অপব্যবহার,
যার দায়ভার সবাই নিচ্ছি
যুগপোযোগী আইন দরকার।
উদ্বেগ আর উৎকষ্ঠার মধ্যে
প্রতিদিন সকলের মত করছি ব্যবহার,
সকালে উঠে দেখি কদম কেয়ার শুভেচ্ছা
সাংবাদিক প্রভাষ আমিন ভাইয়ার।
ভর দুপুরে রোজিনা আপার খবর দেখি
পিতা হয়েছেন জেলে থাকা আসামী,
জেলখানাতে আছে নাকি আরাম আয়েশ
হতে হবে ব্যক্তি নামি দামী।
দুপুর গড়িয়ে বিকেল এলো অপর্ণা-সাবিনা আপা
প্রেমের কবিতা নিয়ে হাজির হলো,
পরিচিত পরিজন কত জনের সাথে হলো দেখা
লাইক, কমেন্ট দিতে দিতে সন্ধ্যা নামলো।
মাঝরাতে দেখি যখন ফারজানা আপার
মায়া ভরা মুখটা,
চ্যাট করে করলাম অনুভূতি প্রকাশ
অফুরন্ত ভাল লাগায় ভরে গেল আমার অবুজ মনটা।






৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মদিন
আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 