মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চিত্রবিচিত্র » স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী
সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও। ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। মঙ্গলবার তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে। মৃতের ভাইপো অপূর্ব দাশ বলেন, কানাইলাল দাশ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে মির্জাপুর বাজারে তিনি মৃত্যুবরণ করেন। এ খবর মোবাইলের মাধ্যমে বাড়িতে জানানো হলে, স্ত্রী স্বরসতী দাশ শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা যান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ঘটনাটি দুঃখজনক।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষ শোকাহত।






পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব
উঠানে ১৬ ঘন্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান
সড়ক দুর্ঘটনায় মৃত নারীর ফোন; তিনি মরেন নাই, বেঁচে আছেন! মৃত নারী পাইকগাছার কপিলমুনির
পাইকগাছায় বউ বদল
বিয়ে না করে ৩৬ বছরের বন্ধুত্ব ছরোয়ার ও শ্যামলের
পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!
পাইকগাছায় পুকুরে পাওয়া গেল দুটি ইলিশ মাছ
লাঠি হাতে স্ত্রীর কাধে ভর দিয়ে দুই বৃদ্ধ এক কেন্দ্রে ভোট দিলেন
পাইকগাছায় গৃহবধু বিউটি একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন 