

শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের ২০২৫ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অনুষ্ঠােনের আয়োজন করে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউট মাগুরা। অনুষ্ঠানে আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছা:ফাতেমা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএমএ মাগুরা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মো: আলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো: মোহসিন উদ্দিন, মাগুরা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ঝর্ণা মন্ডল,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও মিডিয়া ব্যক্তিত্ব সংগঠক মো: শাহিনুর ইসলাম। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।