

শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খেলা » শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে শুক্রবার থেকে ক্রীড়ার মান উন্নয়নে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসসহ উপজেলার কৃতি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ অ্যাথলেটিক্স প্রশিক্ষণে শালিখা উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অ্যাথলেটিক্স প্রশিক্ষক সহদেব দত্ত ও আব্দুল্লাহ মাসব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হবে।