

শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
“ গাছ লাগাই- পরিবেশ বাঁচা ” এই প্রতিপাদ্যে ৫ জুলাই শনিবার বিকাল ৫টায় উপজেলার হিতামপুর ও বোয়ালিয়া ব্রিজ রোড়ে প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম। পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান, সুকনাথ পাল, জুই, মাসুমা পারভীন, গনেশ দাশ ও কার্তিক বাছাড় প্রমুখ। হিতামপুর ও বোয়ালিয়া ব্রিজ রোড়ে অর্ধ শতাধিক নিম, কদবেল ও পেয়ারার চারা রোপন করা হয়।
বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি পালন করা হবে।