

শনিবার ● ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ১৬ বছর এদেশের মানুষ ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিল - নিতাই রায় চৌধুরি
১৬ বছর এদেশের মানুষ ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিল - নিতাই রায় চৌধুরি
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড.নিতাই রায় চৌধুরি বলেছেন, দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষ ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিল অতিষ্ট। বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা ছিল না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্রে এদেশের অনেক মানুষ গুম,হত্যা আর নির্যাতনের শিকার হতে হয়েছে। এ ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাদের পরিচালিত প্রশাসনে সাধারণ মানুষের কোন চাকুরি হয়নি,হয়রানি ও আর নির্যাতনে মানুষ হয়েছে পিষ্ট। পাতানো নির্বাচনে বার বার ফ্যাসিস্ট সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করে এদশের মানুষের উপর চালিয়েছে বর্বর নির্যাতন ।
তিনি আরো বলেন,শেখ হাসিনা ছিল আলী বাবা আর তার দোসরা ছিল চল্লিশ চোর। এ দোসরা বার বার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম ছল চাতরি করেছে এদেশের জনগণের সাথে। এদেশের বিচার ব্যবস্থায় ছিল না স্বাধীন। যেকোন সময় নানা আইন পাশ করে এদেশের মানুষকে তারা করেছে শোষন। আমি বিগত সময়ে শালিখা মহম্মদপুর মানুষের সাথে ছিলাম ,ভবিষ্যতেও থাকবো। জনগণের উদ্দেশ্য বলেন, আমরা তারেক জিয়ার ৩১ বাস্তবায়নে আমরা কাজ করছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন। আজ শনিবার বিকালে শালিখা উপজেলা বিএনপি আয়োজিত আড়পাড়া সরকারি হাইস্কুল প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এ কথাগুলো বলেন তিনি। সভায় শালিখা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ওয়াজেদ আলী সর্দ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিথুন রায় চৌধুরি,এ্যাড,খান রোকনুজ্জামান,জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,শালিখা উপজেলা জাসসের সভাপতি মনিরুজ্জামান,শালিখা শ্রমিক দলের আহবায়ক মো: সেলিম ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড.মনজুরুল ইসলাম প্রমুখ। সভায় শালিখা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।