শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

SW News24
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রকৃতি » বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
প্রথম পাতা » প্রকৃতি » বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
১৫ বার পঠিত
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ

--- বন টেপারি বা ফটকা একটি বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পতিত জমিতে, ক্ষেতের পাশে, উঁচু জায়গায়, রাস্তার পাশের পতিত জমিতে কিংবা ফসলের জমিতে আগাছা হিসাবে জন্মে থাকে। গাছটি ৩০-৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছটি মেক্সিকো, উত্তর আমেরিকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশে দেখা যায়।

বন টেপারির পাতাগুলো নরম ও মসৃণ, রোমযুক্ত নয়। এর পাতা অনেকটা ডিম্বাকার, অগ্রভাগ সুচালো, কিনারা খাঁজকাটা। পাতা দুই থেকে আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুল হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। এটি বেগুনের মতো কাণ্ডের কক্ষ থেকে বের হয়। ফলের বৃতি লম্বা হয়ে ফলটিকে ঢেকে রাখে। তখন এটিকে দেখে অনেকটা লাটিমের মতো মনে হয়। শিশুরা এটিকে তুলে ফটকার মতো ফুটিয়ে আনন্দ লাভ করে। ফলগুলো পাকলে লাল হয়। টক মিষ্টি স্বাদযুক্ত। ফলের ভিতর অনেকগুলো বীজ থাকে। ফল পাকার পর মাটিতে ঝরে পড়ে।

বন টেপারি বা ফটকা গাছ  শুধু আগাছা নয় এর কিছু ঔষধি গুণও আছে। এই ফলে ভিটামিন সি আছে, মানব দেহের জন্য উপকারী। এর ফল পাতা এবং মূল ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। বন টেপারি বলবর্ধক হিসাবে কাজ করে। এর পাতা মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়। নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও চোখের জ্যোতি বৃদ্ধি পায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)