 
       
  শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রকৃতি » বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
 বন টেপারি বা ফটকা একটি বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পতিত জমিতে, ক্ষেতের  পাশে, উঁচু জায়গায়, রাস্তার পাশের পতিত জমিতে কিংবা ফসলের জমিতে আগাছা  হিসাবে জন্মে থাকে। গাছটি ৩০-৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছটি  মেক্সিকো, উত্তর আমেরিকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশে  দেখা যায়।
 বন টেপারি বা ফটকা একটি বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পতিত জমিতে, ক্ষেতের  পাশে, উঁচু জায়গায়, রাস্তার পাশের পতিত জমিতে কিংবা ফসলের জমিতে আগাছা  হিসাবে জন্মে থাকে। গাছটি ৩০-৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছটি  মেক্সিকো, উত্তর আমেরিকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশে  দেখা যায়।
বন টেপারির পাতাগুলো নরম ও মসৃণ, রোমযুক্ত নয়। এর পাতা অনেকটা ডিম্বাকার, অগ্রভাগ সুচালো, কিনারা খাঁজকাটা। পাতা দুই থেকে আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুল হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। এটি বেগুনের মতো কাণ্ডের কক্ষ থেকে বের হয়। ফলের বৃতি লম্বা হয়ে ফলটিকে ঢেকে রাখে। তখন এটিকে দেখে অনেকটা লাটিমের মতো মনে হয়। শিশুরা এটিকে তুলে ফটকার মতো ফুটিয়ে আনন্দ লাভ করে। ফলগুলো পাকলে লাল হয়। টক মিষ্টি স্বাদযুক্ত। ফলের ভিতর অনেকগুলো বীজ থাকে। ফল পাকার পর মাটিতে ঝরে পড়ে।
বন টেপারি বা ফটকা গাছ শুধু আগাছা নয় এর কিছু ঔষধি গুণও আছে। এই ফলে ভিটামিন সি আছে, মানব দেহের জন্য উপকারী। এর ফল পাতা এবং মূল ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। বন টেপারি বলবর্ধক হিসাবে কাজ করে। এর পাতা মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়। নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও চোখের জ্যোতি বৃদ্ধি পায়।

 
       
       
      




 রেড পামকিন বিটল পোকা
    রেড পামকিন বিটল পোকা     পৌষ্পিক সৌন্দর্যের দাদমর্দন ঔষধি গুণে ভরা
    পৌষ্পিক সৌন্দর্যের দাদমর্দন ঔষধি গুণে ভরা     পাইকগাছায় পতিত জমিতে কাগজি লেবুর বাম্পার ফলন
    পাইকগাছায় পতিত জমিতে কাগজি লেবুর বাম্পার ফলন     পাইকগাছায় আঁশফলের ফলন ভালো; বাজারে চাহিদা বেড়েছে
    পাইকগাছায় আঁশফলের ফলন ভালো; বাজারে চাহিদা বেড়েছে     পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল হয়নি; তবে ভালো দামে খুশী চাষিরা
    পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল হয়নি; তবে ভালো দামে খুশী চাষিরা     পাইকগাছায় লতা আমের খোসার রং বাদামি সফেদার মতন ; বাজারে চাহিদা নেই
    পাইকগাছায় লতা আমের খোসার রং বাদামি সফেদার মতন ; বাজারে চাহিদা নেই     পাইকগাছায় বাণিজ্যিকভাবে কলার আবাদ বেড়েছে
    পাইকগাছায় বাণিজ্যিকভাবে কলার আবাদ বেড়েছে     পাইকগাছায় তালের রস আহরণ
    পাইকগাছায় তালের রস আহরণ     পাইকগাছায় কাঁচা আম চড়া দামে বিক্রি হওয়ায় আম চাষি খুশি
    পাইকগাছায় কাঁচা আম চড়া দামে বিক্রি হওয়ায় আম চাষি খুশি    