

রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » মিডিয়া » আশাশুনি প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জি,এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস,কে হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব, সহ সভাপতি আব্দুল আলিম, আলী নেওয়াজ ও সচ্চিদানন্দদে সদয়, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ইলিয়াছ মোল্যা, জাকির হোসেন, হাসান ইকবাল মামুন, সোহরাব হোসেন, শেখ বাদশা, আকাশ হোসেন, জগদীশ সানা, হাবিবুল্লাহ বিলালী, মইনুল ইসলাম, সুব্রত কুমার দাশ, শাহজান হাবীব, শেখ আরাফাত প্রমুখ। সভায় আয় ব্যয়ের হিসাব, নতুন ২২ জন সাধারণ সদস্য ও ৯ জন সহযোগী সদস্যদের অনুমোদনসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদস্যভুক্ত নতুন সদস্যরা হলেন, রাবিদ মাহমুদ চঞ্চল, ইয়াছিন আরাফাত (ড্যানিস), আবু হাসান চঞ্চল, বাবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান মোড়ল, মোছাদ্দেক হোসেন, ভীষ্মদেব মন্ডল, ইয়াছিন আরাফাত পিন্টু, ইয়াছিন আরাফাত, আরিফুল ইসলাম, এস,এম শরিফুল ইসলাম, তৌহিদুজ্জামান, এম,এম সাহেব আলী, বিএম আলাউদ্দীন, ইসমাইল হোসেন লিংকন, মাহবুবুল হাসনাইন টুটুল আসাদুজ্জামান মুকুল, শাহিনুর ইসলাম, এস,এম সাইদুল ইসলাম, ফারুক হোসেন ও সাইফুল্লাহ।