

রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
মাগুরায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
মাগুরা প্রতিনিধি : সেপ্টেম্বর মাস থেকে মাসব্যাপী সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা পৌরসভা মিলনায়তনে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরনির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার দেবপ্রিয়া, ডাক্তার সুরভী আক্তার, মাগুরা পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান,মাগুরা পৌরসভার হেলথ সহকারি মোঃ শামসুজ্জামান ও মাগুরা এজি একাডেমির স্কুলের প্রধান শিক্ষক আবু সায়েম। সভায় মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬০ স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইমাম, পৌরসভার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ ক্যাম্পেইনে মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডে লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে পনের বছর বয়সী শিশু কিশোর কিশোরীদের টিকা দেয়া হবে।