

সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনির বুধহাটায় মাদক, সন্ত্রাস, চোরাচালান, মানব পাচার, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বুধহাটা বিট-২ এর আয়োজনে করিম সুপার মার্কেটে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ। বিএনপি নেতা ফারুক হোসেন লেলিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ তুষার কান্তি মাহাত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এড. শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হান্নান, কবির ঢালী, খোরশেদ আলম, মঞ্জুরুল হুদা, আছাফুর রহমান প্রমূখ।