

বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিএনপি’র ওয়ার্ড নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
মাগুরায় বিএনপি’র ওয়ার্ড নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
মাগুরা প্রতিনিধি :মাগুরা সদর উপজেলা চাউলিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড গোয়ালখালী মধ্যপাড়া এলাকায় বিএনপি’র ওয়ার্ড নির্বাচনের বিরুদ্ধে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১১ আগস্ট দিনগত রাতে গোয়ালখালী মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গেল কয়েকদিন আগে বিএনপি’র ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন বোয়ালখালী গ্রামের খনন কাজী, আলাল বিশ্বাস। এই দুজনের মধ্যে ওয়ার্ড বিএনপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে খনন কাজী পরাজিত হয়। আর এতেই জয়ী আলাল বিশ্বাসের লোকজনের উপর বিভিন্ন সময় মারধর ও হুমকি দেয় খনন কাজী। এরি একপর্যায়ে গেল রাতে বোয়ালখালী মধ্যপাড়া রুবেলের দোকানে সামনে কথা কাটাকাটির একপর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের লোকজন।
আহতরা হলেন ফারুক মোল্লা ( ৪০), বদরুল মোল্লা (৪২), তরিকুল ইসলাম (৩৭), হাসান মোল্লা ( ২৭) মারুফ মোল্লা (৩০) আহতদেরকে মাগুরা ২৫০ জন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি চাউলিয়া ইউনিয়ন ঘোড়া নাচ কাজীরপাড়া এলাকায় ইটের ছলিং এর কাজ চলছিল। চাউলিয়ার ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজ সরদার ও সাধারণ সম্পাদক অলিয়ার সাংগঠনিক সম্পাদক আব্দুল হক চাঁদা দাবি করে রাস্তার কাজ বন্ধ করে দেয়।
পরে চাউলিয়া ইউনিয়ন পরিষদে সচিব তরুণ বিশ্বাসের কাছে অভিযোগ দিলে, তরুণ বিশ্বাস ও বাধা দানকারীদের সঙ্গে আলোচনা করে পুনরায় কাজ চালু করেন।
এ ঘটনায় একই দিনে রাত দশটার দিকে অলিয়ার লোকজন নিয়ে সাজিরকান্দি গ্রামে লোকজনের উপর হামলা করে এতে উভয়পক্ষে লোকজনই আহত হয়। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি আইয়ুব আলী বলেন, সদর উপজেলা চালুলিয়া ইউনিয়নে গোয়ালখালী এলাকায় মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছে আহতদেরকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।