

শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের নোমানির ময়দানে এ ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুরের জোকা ফুটবল একাদশের। ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ২-০ গোলের ব্যবধানে জোকা ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। খেলার প্রথম আধের ৩৩ মিনিটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল একাদশের পক্ষে বিদেশি খেলোয়াড় জুলু প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় আর্ধে শেষের দিকে আরাফাত রহমান কোকো ফুটবল একাদশের পক্ষে মিল্টন দ্বিতীয় গোল করে। নির্ধারিত খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল একাদশ ২-০ গোলে জোকা ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল একাদশের চৌকশ খেলোয়াড় সুজন।
খেলা শেষে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা,আলমগীর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক ওয়াশিকুর রহমান কল্লোল, টুর্নামেন্টের আহবায়ক নুরুল ইসলাম সুজন ও টুর্নামেন্টের সংগঠক সাদ্দাম হোসেন গোকী। মাসব্যাপী এ টুর্নামেন্টে জেলার ১৬ টি ফুটবল দল অংশ নিয়েছিল।