

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহে সমাপনী অনুষ্ঠান ২৪ আগস্ট রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা নাসিম আনসারি, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন প্রমুখ।